শীর্ষনিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অব. অলি আহমদ। রোববার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন অলি আহমদ। সাড়ে ৮টায় দিকে ফিরোজা থেকে বের হন তিনি। তাদের মধ্যে প্রায় ৪৫ মিনিট আলোচনা হয়।
অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বলেন, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। কর্নেল অলি আহমদ বিএনপি চেয়ারপারসনের শারীরিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে গত ৫ জানুয়ারি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অলি আহমদ।
(শীর্ষনিউজ/ক.ম)