১০:৫৩ অপরাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সিপিবির শোক

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: সমাজতান্ত্রিক ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতি এবং সে দেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ট্রান দাক লু অং এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

আজ ২৫ মে ২০২৫, রবিবার, ভিয়েতনামের এ প্রয়াত নেতার সম্মানে ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে খোলা এক শোক বইতে স্বাক্ষর করেন  যথাক্রমে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম এবং পার্টির সম্পাদক এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট কমরেড হাসান তারিক চৌধুরী।  

এ উপলক্ষে আজ প্রদত্ত এক বিবৃতিতে পার্টির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এ প্রবীণ নেতার মৃত্যুতে সিপিবি গভীর শোকাহত। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং ঐতিহ্যগত সম্পর্ক। ফলে সমাজতন্ত্র ও মানবমুক্তির সংগ্রামে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এ প্রয়াত নেতার অবদান উভয় দেশের পার্টি শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

শীর্ষনিউজ/এওয়াই

এই পাতার আরো খবর