শীর্ষনিউজ, ঢাকা: জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ আধুনিক ডিজিটাল প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) ফেসবুক পোস্টে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, এই বিচার প্রক্রিয়ার যেকোনো ধাপ আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার কিংবা রেকর্ড করে প্রচার করার সুযোগ থাকবে, যা গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা যাবে।
(শীর্ষনিউজ/ক.ম)