শীর্ষনিউজ, ঢাকা: জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত আনোয়ার পারভেজ সাগর ওরফে ‘শুটার সাগর’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য।
পুলিশের দাবি, আনোয়ার পারভেজ সাগর সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চোরাগুপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন। গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টায় মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, জুলাই-আগস্টের পর থেকে আনোয়ার পারভেজ সাগর আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে করা মামলার মধ্যে তিনি ৭৫ নম্বর মামলার আসামি।
আনোয়ার পারভেজ সাগর ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন। একসময় তাকে ‘শুটার সাগর’ নামে ডাকা হতো। গেন্ডারিয়ায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং কয়েকটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ।
সাগর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ডান হাত হিসেবে কাজ করতেন। স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
(শীর্ষনিউজ/ক.ম)