০৭:১৩ অপরাহ্ন সোমবার, ১২-মে ২০২৫

সিদ্ধান্তে অটল কোহলি,পুনর্বিবেচনার অনুরোধ বিসিসিআইয়ের

প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ন

শীর্ষনিউজ,ভারত: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) বিষয়টি জানিয়েছেন তিনি। তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। তবুও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন কোহলি। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। লিডসে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন। কোহলি না থাকলে দল নির্বাচন করতে গিয়ে বেশ বিপাকে পড়তে হবে বিসিসিআইয়ের নির্বাচকদের। তাই কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা।

তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তে অটল রয়েছেন কোহলি। বিসিসিআইয়ের এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'সপ্তাহ দুয়েক আগে প্রধান নির্বাচক অজিত আগরকরকে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা জানায় কোহলি। নির্বাচকরা অন্তত ইংল্যান্ড সিরিজ পর্যন্ত খেলা চালিয়ে যেতে অনুরোধ করেছিলেন কোহলিকে। কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন কোহলি। আগামী সপ্তাহে দল নির্বাচনী সভার আগেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দেবে।'

গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন কোহলি। সেই সিরিজে পাঁচ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। সেঞ্চুরি ছিল একটি। ব্যাটে রান–খরার কারণে বোর্ডার–গাভাস্কার ট্রফিতেই সমালোচনা হয়েছিল কোহলিকে নিয়ে। কেউ কেউ টেস্টে তার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।


শীর্ষনিউজ/ইমরান