০২:৪২ অপরাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

কিয়েভের সঙ্গে সমঝোতায় মস্কোর আপত্তি নেই : পুতিন

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৮:৫৫ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : কিয়েভের সঙ্গে সমঝোতায় রাশিয়ার আপত্তি নেই মস্কোর। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপে এমন মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট । খবর আল-জাজিরা।

উভয় দেশ এই আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করলেও, যুদ্ধ বন্ধে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। টানা দুই ঘণ্টা ধরে হোয়াইট হাউজ ও ক্রেমলিনের মধ্যে চলে এই আলোচনা।

ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে শিগগিরই মস্কো ও কিয়েভ আলোচনায় বসবে। রুশ প্রেসিডেন্ট পুতিনও দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত। ট্রাম্পের সঙ্গে খোলামেলা আলোচনার পর পুতিন জানান, কিয়েভের সঙ্গে সমঝোতায় রাশিয়ার কোনো আপত্তি নেই।

তিনি বলেন, রাশিয়া একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া নিয়ে ইউক্রেনকে একটি সমঝোতা স্মারক দেওয়ার প্রস্তাব দিতে এবং সেই অনুযায়ী কাজ করতে প্রস্তুত। রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমরা আগ্রহী। এখন সবচেয়ে কার্যকর উপায়টি নির্ধারণ করাই মূল বিষয়। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আমরা একমত। 
শীর্ষনিউজ/এনআরএফ
 

এই পাতার আরো খবর