১০:৫৪ অপরাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

গাজায় একযোগে ১৬০ স্থানে হামলা ইসরায়েলের 

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৬:৩৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে সকাল থেকে ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যার মধ্যে অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চারের অবস্থান ও অস্ত্রের গুদামও রয়েছে।

এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিস এবং আশপাশের এলাকা বানি সুহাইলা ও আবাসানের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সামরিক বাহিনীটির আরবি ভাষার মুখপাত্র আবিচাই আদরাই এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, এ মুহূর্ত থেকে খান ইউনিসকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। 

নাগরিকদের গাজার পশ্চিম উপকূলের আল-মাওয়াসি এলাকার দিকে সরতে বলা হয়েছে। 

এর আগের দিন, গাজার কেন্দ্রীয় অঞ্চলের কিছু এলাকাতেও অপসারণের নির্দেশ দেয়া হয়, যার মধ্যে ছিলো দক্ষিণ দিয়ের আল-বালাহর আল-কারারা।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় অভিযানের নামে ইসরায়েলের যুদ্ধাপরাধের কারণে অন্তত ৫৩ হাজার ফিলিস্তিনি মারা গেছেন। ১ লাখ ২১ হাজারেরও বেশি আহত হয়েছে।

শীর্ষনিউজ/এওয়াই

এই পাতার আরো খবর