০১:৪৪ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

নবম সন্তানের বাবা হলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী 

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৬:২১ অপরাহ্ন

শীর্ষনিউজ, আন্তর্জাতিক ডেস্ক: সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি জনসন তাদের চতুর্থ সন্তানের জন্মের খবর দিয়েছেন। নবজাতক কন্যার নাম রাখা হয়েছে পপি এলিজা জোসেফিন জনসন। ২১ মে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে তার জন্ম হয়। 

আগের দুই স্ত্রীর মিলিয়ে এটি তার নবম সন্তান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ইনডিপেনডেন্ট।

শনিবার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ সুখবর জানান ক্যারি জনসন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, বিশ্বাসই হচ্ছে না তুমি কত সুন্দর আর ছোট্ট। নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে। আমরা সবাই মুগ্ধ হয়ে আছি। জন্মের পর থেকে একটুও ঘুমোতে পারিনি, কারণ তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে বারবার।

তিনি আরও জানান, ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের মাতৃত্বসেবা দলের প্রতি তিনি কৃতজ্ঞ। বিশেষ করে আসমা ও প্যাট্রিক নামে দুই স্বাস্থ্যকর্মীর প্রশংসা করেন তিনি।

এর আগে ২০২৩ সালের ৫ জুলাই তাদের তৃতীয় সন্তান ফ্রাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন-এর জন্ম হয়। সে সময়ও ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্যারি সন্তানের আগমনের খবর জানান।

২০২১ সালের ৯ ডিসেম্বর তাদের দ্বিতীয় সন্তান রোমি আইরিস শার্লট জনসন-এর জন্ম হয়। এর আগে, ২০২০ সালের ২৯ এপ্রিল তাদের প্রথম সন্তান উইলফ্রেড লরির নিকোলাস জনসন জন্মগ্রহণ করে।

বরিস ও ক্যারির প্রেমের সম্পর্ক নিয়ে যুক্তরাজ্যে আগ্রহের কমতি নেই। ২০১৯ সালের শেষদিকে তারা বাগদান করেন এবং ২০২১ সালের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের সময় ক্যারি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।

বরিস জনসনের মোট কয়টি সন্তান?

বিভিন্ন সূত্র অনুযায়ী, বরিস জনসনের মোট সন্তানের সংখ্যা ৯ জন। তবে তিনি নিজে কখনও স্পষ্টভাবে এ সংখ্যা প্রকাশ করেননি। তার প্রাক্তন স্ত্রী মারিনা হুইলারের সঙ্গে তার চারটি সন্তান রয়েছে। তারা হলো—লারা লেটিস (২৭), মিলো আর্থার (২৫), ক্যাসিয়া পিচেস (২৩), থিওডর অ্যাপোলো (২১)।

এছাড়া ২০০৯ সালে লন্ডনের মেয়র থাকাকালীন শিল্প পরামর্শক হেলেন ম্যাকইন্টায়ারের সঙ্গে সম্পর্কে জড়ান বরিস। তখন জন্ম নেয় আরেক কন্যা স্টেফানি ম্যাকইন্টায়ার। ২০১৩ সালে অ্যাপিল কোর্ট রায়ে এ তথ্য জনসমক্ষে আনার অনুমতি দেয়।

সে রায়ে বিচারপতিরা জানান, এ ঘটনার মূল তথ্য হলো, জনসনের বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে একটি সন্তানের জন্ম হয়েছে। এটি জনস্বার্থে প্রকাশ করা উচিত, কারণ জনসনের মতো উচ্চপদস্থ রাজনীতিকের চরিত্র যাচাইয়ের বিষয় ছিলো এটি।

শীর্ষনিউজ/এওয়াই

এই পাতার আরো খবর