০৩:২০ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

গাজায় ‘পূর্ণ শক্তি’ নিয়ে অভিযান শুরু করেছে ইসরাইল

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০২:৫০ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : গাজা উপত্যকায় ‘পূর্ণ শক্তি’ প্রয়োগ করে হামলা চালাচ্ছে ইসরাইল। টাইমস অব ইসরাইলের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইসরাইল তাদের স্থায়ী সেনাবাহিনীর সব ইউনিট, ট্যাঙ্ক ও সামরিক যান মোতায়েন করেছে। মোতায়েন করা হয়েছে গোলানি, গিভাতি, প্যারাট্রুপারসসহ অন্তত ৯টি প্রধান ব্রিগেড।

নেতানিয়াহুর নেতৃত্বে এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না—তা নিয়েও চলছে বিতর্ক। ইসরাইলি চ্যানেল ১২-এর এক জরিপ বলছে, ৫৫ শতাংশ ইসরাইলি মনে করেন, নেতানিয়াহুর প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় টিকে থাকা। মাত্র ৩৬ শতাংশের মতে, তার মূল লক্ষ্য জিম্মিদের মুক্ত করা।

হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়াতে নতুন চুক্তি না হওয়ার কারণ সম্পর্কেও বিভক্ত মতামত দেখা গেছে। জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ এটি রাজনৈতিক কারণে হয়নি বলছেন।

গাজায় চলমান যুদ্ধের যৌক্তিকতা নিয়েও নেতানিয়াহু জনগণকে সন্তুষ্ট করতে পারেননি বলে মনে করছেন ৬২ শতাংশ উত্তরদাতা। 

শীর্ষনিউজ/এনআরএফ
 

এই পাতার আরো খবর