০৩:১৯ পূর্বাহ্ন বুধবার, ২১-মে ২০২৫

রাজস্ব বোর্ড দুই ভাগের সিদ্ধান্ত বহাল থাকবে: অর্থ উপদেষ্টা 

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০৬:০৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বি-ভাগকরণে সৃষ্টি ভুল বোঝাবুঝি দূর হয়েছে। তিনি বলেন, এনবিআরকে যেভাবে দুইটি বিভাগে ভাগ করা হয়েছে, সেটিই বহাল থাকবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। তবে এ বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে চাননি।

যত তাড়াতাড়ি সম্ভব এনবিআর পৃথকের ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ২ জুন বাজেট দেব। এরপর এটা নিয়ে কাজ হবে। এনবিআর পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায় রয়েছে। অনেক কাজ আছে এসব নিয়ে। সেসময় আমরা দেখব কতটুকু তাদের দাবি কতটুকু নেওয়া যায়। প্র্যাকটিকাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি সেটা রাখব। কিন্তু তাদের বিষয়গুলো- বিধি হোক আর যেভাবেই হোক সেটা করতে আমরা চেষ্টা করব।’ 

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তাদের সঙ্গে ফর্মালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।’ 

(শীর্ষনিউজ/ক.ম)