শীর্ষনিউজ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ একদিনে ৩৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সূত্রে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেন। আটকদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ মে) ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া এবং বিজিবি-১০ ফেনীর সীমান্ত দিয়ে আরও ১৫ জনসহ সীমান্তে ৮ টি পরিবারের মোট ৩৯ জনকে পুশ ইন করে বিএসএফ।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পুশ ইন করা ১৩ শিশুসহ মোট ২৪ জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন।
বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল ফেনীর ফুলগাজী সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশ ইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এসপিআর