শীর্ষনিউজ, খুলনা: খুলনা জেলার পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী আলমশাহী আঞ্চলিক ঈদগাহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে আলমশাহী ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামছুর রহমান, কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল সানা, যুগ্ম সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও জুলফিকার আলী প্রমূখ।
সভায় সকাল ৮ টায় ঈদ উল আযহার জামাত এর সময় নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
শীর্ষনিউজ/এ. সাঈদ