১০:৩৬ অপরাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

পাইকগাছায় শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত 

প্রকাশ : ২০ মে, ২০২৫ ০১:৪১ অপরাহ্ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় দুইদিন ব্যাপী শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে পাইকগাছা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভূদান বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার এরিয়া কো-অর্ডিনেশন কর্মকর্তা সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, খুলনা, রাজশাহী ও বরিশাল ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, ম্যানেজার কমিউনিটি এনগেজমেন্ট এন্ড পার্টনারিং মোঃ তাসফিক-ই-হাবীব, প্রোগ্রাম কোয়ালিটি ম্যানেজার সাইলাস দাস গুপ্ত, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও খুলনা ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাধন স্বর্ণকার। 
কর্মশালায় শুভেচ্ছা বক্তৃতা করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভূদান বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা করেন খুলনা, রাজশাহী ও বরিশাল ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও। 

কর্মশালায় সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ এর সঞ্চালনায় বক্তব্য ও মতামত প্রকাশ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। আরও বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মেডিকেল কর্মকর্তা ডাঃ শাকিলা আফরোজ, প্রভাষক লুৎফা ইয়াসমিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, ডিএসকে রিজিওনাল ম্যানেজার মোঃ আবুল হাসান সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং আব্দুল্লাহ সরদার। কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, এনজিও, এলাকার নেতৃবৃন্দ, অভিভাবক, যুব ও শিশু প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

শীর্ষনিউজ/এওয়াই