মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর: অপহরণের দুই দিনের মাথায় অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার ও অপহরনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও ডামুড্যা থানা সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা মোল্লা কান্দি এলাকা থেকে মো: সবুজ মোল্লা (৩৬) নামের এক যুবককে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে তুলে নিয়ে যায় ৩/৪ জন অপহরণকারী দলের সদস্য। এরপর ওই চক্রের সদস্যরা সবুজের বাবা মোহাম্মদ আলি মোল্লাকে ফোন করে দশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তার পরিবার ডামুড্যা থানার পুলিশকে জানায় এবং অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করে।
এর পর অপহৃতের মোবাইল ট্র্যাকিং ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত আড়াইটা সময় নরসিংদী র্যাব -১১ ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নরসিংদী সদর উপজেলার রায়পুরা এলাকা থেকে অপহৃত সবুজ মোল্লাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারীকে হাতে নাতে গ্রেফতার করে র্যাব-১১। একইসাথে অপহরণের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো গ- ৩৪-৭৩৭০ একটি প্রাইভেট কারও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ কান্দাপাড়া এলাকার তানভীর (২০) ও রুবেল মিয়া (২২)।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে