০৭:১৫ পূর্বাহ্ন শনিবার, ১৭-মে ২০২৫

পঞ্চগড়ে দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ১ 

প্রকাশ : ১৬ মে, ২০২৫ ০৫:৩৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া এলাকা থেকে একটি কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারীর র‌্যাব।

১৫ মে বৃহস্পতিবার দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে একই দিন বিকেলে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামের এক বাড়ি থেকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ তাকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃত আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব -১৩ এর চলমান অভিযানের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে মূর্তিসহ তাকে গ্রেপ্তার করে। মূর্তিটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ১৩.৫ ইঞ্চি। মূর্তিটি ৩৩ কেজি ৫’শ গ্রাম ওজনের। জব্দকৃত কষ্টি পাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার যুবককে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রদীপ কুমার জানান, বাংলাদেশে বিষ্ণু মূর্তির প্রচলন কম থাকায় এবং ভারতে এর চাহিদা বেশি থাকার কারণে ওই বিষ্ণু মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে তার বাড়িতে রেখে ছিল। পরে র‌্যাব সদস্যরা বিষ্ণু মূর্তিসহ তাকে আটক করে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে। সে মামলায় তাকে আটক দেখানো হয়েছে। 
শীর্ষনিউজ/প্রতিনিধি/রুবি