শীর্ষনিউজ, জেলা: পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা আক্তার হোসেন নিউটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) রাতে দেবীগঞ্জ বাজারের মেসার্স লাবনী স্টোর থেকে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নিউটন দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার মৃত আলাবক্সের ছেলে ও দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে করতোয়া সেতুর পশ্চিমে সড়কে অবস্থান নেয়া ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন রবিউল ইসলাম নামের এক যুবক।
এ ঘটনায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং হাজারের অধিক লোককে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন আহত রবিউল।
শীর্ষনিউজ