১১:৫৫ অপরাহ্ন শনিবার, ১০-মে ২০২৫

স্মার্টফোন কেনার বায়না মেটাতে পারেননি মা, ছেলের ‘আত্মহত্যা’

প্রকাশ : ০৮ মে, ২০২৫ ০৩:৪০ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: স্মার্টফোন কিনে না দেওয়ায় ইয়ামিন (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৭ মে) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার সদর ইউনিয়নের গুয়াবাড়ি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ইয়ামিন ওই এলাকার আব্দুল হাকিম ও সকিনা বেগম দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়ামিন মায়ের কাছে স্মার্টফোন কিনে নিতে কয়েকদিন ধরেই বায়না ধরে আসছিল। মা সকিনা বেগম পাথর শ্রমিক হওয়ার কারণে টাকার অভাবে ছেলেকে ফোন কিনে দিতে পারছিলেন না। বুধবারও ফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরে।
 
এর মাঝে সন্ধ্যায় বাড়িতে ঘরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ইয়ামিনের মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সকলের ধারণা, মোবাইল কিনে দিতে না পারায় ইয়ামিন আত্মহত্যা করেছে।
 
ইয়ামিনের মা সকিনা বেগম জানান, ‘ছেলে কিছুদিন ধরেই আমার কাছে টাচ ফোন কিনে দিতে বায়না করছিল। কিন্তু এই ফোন কিনতে তো অনেক টাকা লাগে। এতো টাকা কই পাবো। পাথরের কাজ করি। ঠিকমতো খেতে পারি না। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। পরে ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কা দেই, দেখি বন্ধ। জানালা দিয়ে দেখি ছেলের মরদেহ ঝুলছে।’
 
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শীর্ষনিউজ

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত ট্রাম্পের
আ.লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
গণতন্ত্রবিরোধী পলাতক শক্তির সঙ্গে জনগণ কোনো আপস মানবে না
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর
ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবারকে তারেক রহমানের সহায়তা
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর 
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: প্রেসসচিব